এবার তোর স্পর্শ দিয়ে আমি একটা বাগান বানাবো ।
সেখানে আমার একাকীত্বকে ছেড়ে দেবো দীর্ঘ নিরালায় ।
আহ্, কি সুগন্ধ তোর স্পর্শে ।
যেন চন্দনের বন সেই হাতে ।
কাঙালের মতো একলা দু'চোখ নিয়ে বসে রইব আমি ।
তুই আসবি তো আমার দুঃখের দিনে ?
আমার শরীর ঠান্ডা হয়ে এলে,
তোর গভীর স্পর্শের উষ্ণতা দিয়ে ফিরিয়ে আনবি তো আমায় ?
আমি আরও কিছুক্ষণ সুখে থাকতে চাই ।
তোর স্পর্শ দিয়ে আমি একটা নগর বানাবো ।
তুই চলে গেলে তো আমার আবার অসুখ হবে ।
তখন অসুস্থ দু'পায়ে ঘুরে বেড়াবো সারাটা নগর সকাল থেকে রাত ।।