একটু দেখা, তাতেই যেন অনন্তকাল দেখার সুখ,
বর্ষা নামলে যে আনন্দ, সেই আনন্দে ভরল বুক ।
আমার দেওয়া গোলাপগুলো ওর হাতেতে হয়ে সেতার,
বাজছিল ঠিক রজাখানী গৎ-এ হামীর মুরকীদার ।
কে জানত যে এমন সন্ধ্যা আমার জন্য আছে রাখা,
খুঁজছি যাকে সেই মুক্তোই ওই ঝিনুকেই আছে ঢাকা ?
এখন কেমন অন্যরকম ভালোলাগা সারা দিন,
বুকের ভেতর পলাশ, কোকিল ভিড় করেছে সব রঙীন ।
সেই খোলাচুল, বাতাস যেন ইচ্ছে করে বন্দী হয়,
ভুরুযুগল যা তলোয়ার, ব্যর্থ বাঁচার ফন্দি হয় ।
এবার আমার সবই যাবে, ধৈবতে মন রেখেছি,
(সে যে) রাশিদ খানের চারুকেশী, দেখেই সেদিন বুঝেছি ।।