যত দেখি তাঁকে তত কুসুমিত হই,
ওনার মনের মতো আমি তবু নই ।

ভালোবাসা তাঁর কাছে কাঁটা নাকি ফুল ?
খুঁজে গেছি দিবানিশি, পাইনি তো কূল ।

বারে বারে নিজেরেই বলি "ওরে শোন !
সুধা আর ব্যথা নিয়ে গড়া এ জীবন ।"

যাঁকে এতো কাছে পেতে উতল অধীর,
সেও যে ধারার মতো খরস্রোতা নীর ।

যতটুকু চোখে দেখা, আধো আধো কথা,
সেই তো অনেক, ওরে বাকি সব বৃথা ।।