মেয়েটার সাথে প্রথম আলাপ আমারই পুরোনো ক্লাসরুমেতে ।
তখন আমি ছাত্র মানে সদ্য প্রাচীন ।
ছোট্টো ছোট্টো দু'এক পায়ে জানছি তখন দুয়ের তৃষা ।
কে জানত যে এমন করে ফেলব বুঝে দুয়ের ভাষা !
হঠাৎ তাকে মন দিয়েছি
এমনটা ঠিক হয়নি মোটেও ।
অনেক রকম কারচুপিতে জানতে হল : আমায় ভালোবাসে কি আদৌ ?
প্রথম প্রথম ফিরিয়ে দেওয়া নানারকম অজুহাতে,
আমিও ছিলাম কবির কবি
সকল ক্ষতের শোধ নিয়েছি প্রেম নামের এই অস্ত্রাঘাতে ।
প্রেম যে শেষে জয়ী হবে একথা তো জানে সবাই ।
ভালো তাকে বাসতেই হবে এসব আগে ছিল জানাই ।
দীর্ঘদিনের মানঅভিমান দীর্ঘদিনের মুখ না দেখা ।
বাইরে ছিলাম ব্যস্ত ভীষন, আসলে কিন্তু দুজনই একা ।
সেই সে প্রথম তাঁকে ছোঁয়ার নাম দিয়েছি ভালোবাসা,
শরীরে তাঁর দ্বিধা ছিল
মনে ছিল প্রেমের ভাষা ।
সেই অভিমান সেই ফেরানো
ডাকলে আবার কাছে আসা,
যেই সুতোতে ঢিল দিয়েছি
ওড়ালো ঝড় সর্বনাশা ।