আমি বহু সাধনার স্বপ্ন দিয়ে গড়েছি তোমার প্রতিমাখানি ।
নব নব সুরের ঝংকারে, বিনম্র মূর্ছনার স্রোতে
শুদ্ধ করেছি তোমার পদপ্রান্তের শ্রান্ত কলুষগুলি ।
প্রভাতের দ্বারপ্রান্তে এসে রজনী যখন আবার ফিরে যেতে চায় গত হওয়া মুহূর্তের কোলে,
তখনই তোমাকে আমি নৈবেদ্যের পাশ দিয়ে রাখতে চাই হৃদয়মন্দিরে ।
তুমি সুষমামণ্ডিত এক নারী
আমার বহুলালিত কল্পনার সুরভীভরা সংগীত ঝংকার,
শিথিল বীণার তারে লেগে থাকা ফেনায়মান রাগিণীর রেশ,
চিরন্তনের নিরবতায় সুস্বন জাগানো প্রিয় দখিনাপবন ।
তুমি কি শুধুই কল্পনা !
শুধু অনুভব !
শুধু মোর শূন্য পাত্র পূর্ণতায় ভরা হর্ষিত আলো !
তবে তাই থাকো
হৃদয়ের লতায়পাতায়
অবিকচ মাধবীর কুঁড়িটির মতো নিভৃত নির্জন ।।