প্রার্থনা শুধু এই,
বিরহের দিন শেষ হোক ।
আমার সমস্তকিছুর বিনিময়েও শেষ হোক
এই হা হা বিরহের দিন ।
নরম পায়ে বৃষ্টি আসুক ।
সারাক্ষণ মেঘের পাশে পাশে নুয়ে পড়ুক শিরীষের ডাল ।
নিমশবের স্বপ্নরা হেসে উঠুক,
হেসে উঠুক ঘুম আর তাঁর জন্মস্থল ।
হে উন্মাদ কিশোরী !
তুমি রক্তাক্ত হতে হতে ক্রমে কৃষ্ণচূড়া গাছ হয়ে ওঠো ।
যে ভালোবাসা ভুলে আছে, তাঁকে ভর্ৎসনা করো ।
দীর্ঘ বিস্ফারিত চোখে বলো,
"ঘুমিয়ে যাওয়ার আগে আরো একবার ভালোবেসে নাও !"