তখন বিকেল নামে ।
ঝাড়াইয়ের পর খড় সাজানোর পালা সবে শুরু ।
পালইয়ের ওপরে উঠে গেছে আদিম কর্মযোগী
আদিবাসী মুনিশ'টি সুখে ।
নীচ থেকে দেখে মনে হয়,
পাহাড়ের ওপরে চেপে সন্ন্যাসী প্রাচীন ।
পালইয়ের নীচে কুকুরের স্নিগ্ধ ছানাটি ভাবুক,
বসে বসে পূর্বজন্মের কথা ভাবে ?
বিস্ময় জাগে,
সন্ন্যাসী কি জেনে গেছে জন্মের ধাঁধা !
কুকুরশিশুটি কত জন্ম ভেবে যাবে ?