(১)
আগ বাড়িয়ে খোঁজ নেওয়া কি সহজ কথা ?
তারও আগে পুঁড়িয়েছে সব নীরবতা ।
চেনা মানুষ চিনতে চিনতে ক্লান্ত দু-চোখ,
ঢাকছে পাতায় অশ্রু নামের দুর্বলতা ।

(২)
ক্ষ্যাপাটে মন সামলে নেবো অজস্রবার পণ করেছি,
নিজের ভুলকে শাস্তি দিতে অন্যজনের ভুল ধরেছি ।
স্বপ্ন দেখার বাতিকটাকে উসকে দিয়ে অকারণে
সত্য মিথ্যা প্রেমের কাছে কবি হওয়ার নাম কিনেছি ।

(৩)
জানি ভুল পথে হাঁটছি,
তবু এ পথেই হেঁটে যেতে হবে ।
ভালোবেসে হাত ধরে ঠিক পথে
কে বা বলো নিয়ে গেছে কবে ?

(৪)
মেঘলা একটা মেয়ের সাথে অনেকদিনের মান-অভিমান,
চলছে যেন শেষ হবেই না, এমন কিছু দিব্যি আছে ।
কবিতা লিখি, তার জন্যই সহ্য করে সব অপমান,
এমন একটা জীবের সাথে কোনরকমে বেঁচে আছে ।।

(৫)
এখন নাকি সব কথাতেই মিথ্যে বলা আবশ্যক,
সত্য বললে ফল নাকি তার হতে পারে মারাত্মক !

(৬)
অবহেলায় পুঁড়ছে কেন বদরাগী মন ?
তোমায় ছুঁতে চেয়েছে সে যখন তখন ।
ইচ্ছে রাখে বসবে যে সে তোমার কাছে,
তোমায় ছুঁয়ে বোঝে সে যে বেঁচে আছে ।।

(৭)
একটি একটি কথা দিয়ে গেঁথেছি অভিমান,
একটি একটি কথায় এখন ফিরিয়ে দিচ্ছ দান ।
অভিমানের রাখি দিয়ে বাঁধা দুটি মন,
তুমিও জানো, আমিও জানি, আমরা তো এমন ।।

(৮)
আমাদের অশ্রুরা জানে আমরা যে বড়োই একাকী,
তবু বড়ো অভিমান মনে, নেই কোনো মুখ দেখাদেখি ।।