খঞ্জনা পা বৃষ্টি এলো মন ভেজানোর আবদারে,
খোলা হাতে ছড়িয়ে দিল যা ছিল তার সব ধারে ।
ঘরামিদের ঘর তখনও ঘোমটা খোলা বারবধূ,
মেঘেরা কাঁখের কলসী থেকে উল্টে দিল কার মধু ?
মিষ্টি মিষ্টি বৃষ্টি ফোঁটা লিস্টি বাঁধে চপ-মুড়ির,
সোঁদামাটির মতলবী মন ইচ্ছে শুধু মন চুরির ।
বৃষ্টি শেষে মল্লারী মেঘ নিষাদ তুলে দিচ্ছে ডাক,
কবিরা বড়ো মন-উদাসী, তাদের ভারী দুর্বিপাক ।।