রবীন্দ্রনাথ !
তোমায় বলার ছিল একটা কথা,
একটা অতি সাধারণ কথা ।
একটা পঁচিশে বৈশাখ যদি রক্তহীন পাই
আমার এ জীবনের পথে ।
শুধু একটা পঁচিশে বৈশাখে
যদি ক্ষুধিতের কান্না না আসে আমার কানে ।
যদি মানুষ অসহায় না থাকে তুঘলকি শাসকের কাছে ।
তবে বসব' তোমার মুখোমুখি ।
এখন আমি গৃহহারা ।
যেদিন ঘর পাবো
আর সূর্যকে মনে হবে- কত উদার কত দয়াবান ।
যেদিন কোমল চাঁদের মায়ায় জড়াতে পারব মন
আর জোনাকির আলোকে মনে হবে স্নিগ্ধ অমৃত ।
কথা দিচ্ছি মুখোমুখি বসব ।
আর বলব' তোমারই অতুলন কথাটি মুগ্ধতায়…
'পৃথিবী কত সুন্দর
কত সুন্দর এ প্রেমের ভুবন ।'