নীল সমুদ্র দেখেছো ?
গভীর আকাশখানা যার মধ্যে ছবি হয়ে রয় ।
ভালোবাসা তেমনই তো হয় ।
নীরব আকাশ যেন ঢেউয়ে ঢেউয়ে গেয়ে যায় গান ।
মৌনপ্রেমের ভাষা মুখরিত হয়ে ওঠে
পৃথিবীর সাগরবেলায় ।
সেখানে সূর্যাস্তে রচি ভালোবাসার নন্দনকানন ।
প্রেমের তসবিহ্ জপে আছি বেঁচে
এ-ই তো জীবন ।
দেখেছো কি দিগন্ত লজ্জায় রঙিন ?
যেখানে আকাশ মাটি চেনা হয়ে যায় সংশয় ।
আমাদেরও সে মিলন মেনে নিতে হয় ।
ভালোবাসা তেমনই তো হয় ।।