জঞ্জালে তবু গন্তব্যটা খুজি
তুমি আর আমি যে পথে হেটেছি রোজই
যেখানে করেছি সহবাস, দুঃখ-সুখে
সম্পর্কটা হয়তো রেখেছি সেখানেই
চারদেয়ালের ইটের গায়ে একে।।
যেখানে আচলে স্বপ্নের বীজ বোনা
হাজারও আবদারের অবারিত আনাগোনা
সেখানের কোনো নোংড়ায়
খুঁজে খুঁজে হই উন্মাদ
ভাঙ্গাচূড়া কোন ভালোবাসা যদিবা পাওয়া যায়।।
হয়তো তুমিও জানো
এ সংসারে মানিয়ে নেবার আর মানে নেই কোনো
দুজনেরই অবহেলাময় মিথ্যে টানে
দুরত্বটাকে বাড়িয়ে দিয়েছে শুধুই
আর পরিত্যক্ত স্বপ্নগুলোকে গ্রাস করেছে ঘুনে।।