জানি তুমি আধার ভালোবাসো
গৃহের মায়া তোমায় দারুন টানে,
আমার কাছে বাইরেটাই ভালো
উদাস আমি বুনোফুলের মাতাল ঘ্রানে।
আমায় যেমন মেঘ করে দেয় ভাবুক
পাখির জীবন কতই না হয় স্বাধীন!
তুমি কেবল সংসারে আছো মিশে
চার দেয়ালে বন্দি কয়েদি যেমন।
বৃষ্টিজলে আমার ভিজতে ভালোলাগা
তুমি তখন হাজার কাজে ব্যস্ত,
তোমার কাছে আমার সবটা ন্যাকামো
রাগলে বলো; আমি মানষিক বিকারগ্রস্থ।
আমি মৃত্তিকা, জানি তুমি আসমানি
তোমাতে আমাতে বিশাল ব্যাবধান,
তবুও কেন বুকের ভেতরটাতে
তোমায় নিয়ে সংসার গড়া টান।
হয়তো তোমায় ভীষন ভালোবাসি
অথবা তুমি অভ্যাসে গেছো মিশে,
আমার সাথে যতটা করো দন্দ
জানি সবটাই করো ভীষন ভালোবেসে।