লুকোনো হিয়ার অতল গভীরে
মুক্তা মানিক কিছুই নাহিরে
ভালোবাসা বাঁধা শুধুই সেখানে
মানব ও মানবীর প্রাণে প্রাণে।।
হিংসা বিদ্বেষ উনুন কালীমা
মুছে দাও সব হৃদয়ে যা জমা
তবেই প্রেমধন পবিত্র মনে
অমরত্ব পাবে সহস্র জনে।।
ধর্মে বেঁধেছে আত্নিক প্রেম
কর্মে গেঁথেছে মানব মানবী
জ্ঞান ও গুণে হৃদ্বতা যতটা
পুস্তকে পায় সফলতা সবই।।
প্রেম পুঁথি পালা সবটা শুদ্ধ
মেশেনা তারা দুষ্ট আত্নায়
যে মন পুতঃপবিত্র রুপ
সেমন মজে ঈশ্বর লীলায়।।
তারে ধরা নয় এতোই সহজ
মেঘ আড়ালে যেমন বিদ্যুত বিভিষিখা
অন্তরে যার পূর্ন প্রেমের পবিত্র রুপ
অধরাকে ধরবে সেইতো একমাত্র সখা।।