যাচ্ছো কোথায়?
কোথাও তো নয়।
হাটছো কেন একা একা?
কে বলেছে! ছায়াসঙ্গী যায়কি দেখা!
তোমার কি আজ মনটা খারাপ?
নাতো! বেশতো আছি হয়ে চুপচাপ।
চোখের কোনায় জলকি তোমার?
একটু আগে বৃষ্টি ছিলো হতে পারে এ জল তাহার।
মাঝরাত্তিরে ঘরে ফিরে
কাঁদে মানুষটা জানালায় গুজে মুখ,
ছায়াসঙ্গী কোথাও তো নেই
তবু হৃদয়কোণে কার অনুভুতির সুখ।
মাঝে মাঝে সে সুখ পোড়ায়
তাই বুঝি তার একলা হবার এমন বাহানা
পালিয়ে বেড়াক মানুষগুলো
যাদের একলা থাকার অভ্যাস আজন্ম কাটেনা