ফিরে এসো অভিশপ্ত শহরে
যেখানে পিচরাস্তায় শুকানো রক্তের দাগ
মনে হবে যেন মৃত্যুপুরি!
অথচ জীবিত আত্মারা শরীরের নেশায় সর্বদাই স্বজাগ।
ফিরে এসো বৃষ্টি! প্রাণ হয়ে এ উপত্যকায়
এখানে মারাত্নক ভ্রুণসংকট!
পারদমেঘের স্তুপে আঘাত হেনে ঝরাও ধারা
ধুয়ে যাক পচতে থাকা লাশস্তুপের বিষাক্ত বায়ুজট।
তবেই প্রাণগুলো ফিরে পাবে ঘর
রাতের আধারে আবার জাগবে যৌনতেষ্টা
অতংকিত মস্তিস্কগুলো ফেলবে একটু স্বস্তি নিঃশ্বাস
আর আগামী জানবে এমন সভ্যতার শেষটা।