চলছে যখন শহর জুড়ে রঙ্গশালার বায়না
মানুষগুলো যাচ্ছে হয়ে শিয়াল, কুকুর, হায়েনা
টাকার মাপে সুখ কেনা যায়, অথবা সুবিচার
এটাই হয়তো স্বাধীন বাংলা তোমার-আমার-সবার।
এতশত অপরাধেও পার পেয়ে যায় শকুন
গরু যেন গোবেচারা, ভাবে আসবে কবে সুদিন
ক্ষমতা বদলায়, উন্নয়নও বাড়ে অনেক বেশী
ছাত্র সমাজ করলে ন্যায্য দাবী, শুনি ওরাই সন্ত্রাসী।
চাইলে বিচার ধর্ষণকারীর,মা-মেয়ে হয় জুলুম
সত্য কথা প্রচার করলেই জ্যান্ত মানুষ গুম
মুক্তিযোদ্ধা সবজি বেঁচে পথে পথে ঘুরে
কারা বসে মন্ত্রীসভায়, স্বাধীনতার অবমাননা করে।
কোথায় পাবে শান্তি বন্ধু? কোথায় খাঁটি মানুষ?
বাড়ছে শুধু জনসংখ্যা,
হায়রে! বাড়তো যদি একটু তাদের হুস।
জয় বাংলা গলা ফাটিয়ে চিৎকার শুধু করা
অন্তরআত্মা ঘুমন্ত তাই,
ফানুস রুপি মানুষে সোনার দেশটা ভরা।