তুই ভিসন একা, সেকি জানিস নারে মন
চারপাশে তোর যত মানুষ সবই মিথ্যে আয়োজন।
সবার মুখের হাসিটা তুই, তবু কারো নয়রে আপন
সবটা যেনেও নাজানা অভ্যাস, থাকিস বোকা ভিসন।
কেউ দেখেনি কতটা কালোয় ডুবে আছিস তুই
সবাই ভাবে বেশ’তো আছিস সুখের প্রমোদেই।
আড়াল করে কষ্টগুলো আছিস কেমন বেঁচে
আসলে তুই দুঃখ জমাস জীবন নামের সাঁচে।