সুখ পাখিটা খাঁচার ভিতর বড্ড ছটফট করে
দামী দামী খাদ্য-খাবার, আদর-সোহাগ,
যতই করি তারে
মুক্ত হয়ে দূর আকাশে উড়াল দিতে চায়
জানেনা রে সুখ পাখিটা, তারে ছাড়া
আমার বাঁচা দায়
নিজের স্বার্থে বাঁধি তারে, খাঁচা নামের বুক পাঁজরে
ছাড়লে তারে আমার মরন বুঝেও পাখি
অবুঝ কেন হয়?