তুমি হঠাৎ করেই আসো মোর পাশে
চমৎকাররূপে মিশ্রণ ঘটা্ও মোর শ্বাসে
আবার ভেতর-বাহির পূর্ণ স্বস্থির বসবাস বিশ্বাসে
মন আনন্দেই তোমার সঙ্গে ছুটতে চায় বনবাসে
তোমার রূপের এক বিন্দু আলোর ঝলক মেলে
ভাবের গূঢ়ে হৃদয় আমার আঁধার থেকে আলোতে খেলে
মন নদীতে পোনা মাছের জোয়ার এলে
মন হতে চায় পোক্ত হস্তে মাছ ধরার জেলে
তোমায় দর্শনে ভাবি অনেক আগ থেকেই তোমায় চিনি
আদি থেকে অদ্য অবধি তোমার সমিপে গুপ্ত ঋণী
তোমার আর আমার অন্তমিলের কৃতজ্ঞতার অংশীদার যিনি
মহা প্রলয়ের স্মরণে প্রশংসার দাবীদার একমাত্র তিনি
মাঝে মাঝে কাছে থেকে্ও একা মনে হয়
সাথে সাথে তৈরী হয় তোমাকে হারানোর ভয়
তুমি হীনা বাঁচা মৃত প্রায় হৃদয় তা মেনে লয়
তোমায় স্থায়ীভাবে হৃদয় ধারণে সমগ্র যন্ত্রণা সয়