দুনিয়াতে এসেছি আখিরাতের জন্য,
স্তর ভেদে সম্মুখে হেঁটে নিব তাঁর পণ‌্য।
পরীক্ষায় উর্ত্তীন হব কথা দিয়েছি তখন,
সবকিছু ভুলে গিয়ে মায়াজালে আটকিয়েছি এখন।

নবী করিম(স) বলেছেন, দুনিয়া আখেরাতের শস্য ক্ষেত্র,
আখিরাতকে ভুলে মোরা বলি, দুনিয়াতে আসছি তো সবে মাত্র।
অবহেলায় করতে করতে সময় যে পার হয়,
মৃত‌্যূর দরজায় এসে ভুলের প্রাশ্চিত্য হৃদয় নাহি সয়।

নাচ-গানে, মদ্য-পানে হৃদয়ের শান্তি চাই,
ইবলিসের দুকায় পরে পাপে পাপে পূর্ণ হৃদয়কে হারাই।
হারানো হৃদয়কে খুঁজতে গিয়ে নফসের জালে আটকাই,
নফস যাহা বলে তাহা করে নিজেকেই হারাই।

আল্লাহ বলেছেন, দুনিয়া হচ্ছে রঙ্গমঞ্চ ও কেীতুকের জীবন,
মায়ার জাল পূর্ণ করে মোরা বলছি, নাহি যেন আসে মরণ।
আল্লাহ বলছেন, প্রত্যেক প্রাণির মৃত্যূর সাধ গ্রহণ করতে হবে,
নফসের বন্দনায় মোরা বলছি, স্বপ্ন পূরণ হবে কবে?

স্রষ্টা আছেন বর্তমানে স্বপ্ন মোদের ভবিষ্যৎ গিরে,
বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়ে পোক্ত মায়াজালের নীড়ে।
সুখ-শান্তি, দুঃখ-কষ্ট আসে সবই প্রভু থেকে,
সংকট নিরসন করেই ভাল কাজ করব এ ভাবনা হৃদয় যায় বেঁকে।

***********************