এ,
আমি।
হাজারো,
ভুল করি।
শোধরানোর,
শততম চেষ্টা;
বক্ষে লালন করি।
ভুল করার অভ‌্যাস,
অবহেলায় হয় দাস।
এ ভুল  হতে বাহির হয়ে,
আরো একটি বড় ভুল করি,
বিবেক চিত্তের আফসোসে মরি।
আফসোসের জন্য নষ্ট হয় শক্তি,
ভারসাম্যের জন্য করি স্রষ্টাকে ভক্তি;
নির্ভুল কর্মের প্রেরণায় চাই যে মুক্তি।




********************