কত সুযোগ এসেছে তোমার কাছে,
কত বসন্ত পেরিয়ে গেছে তোমার পাশে।
তুমি নিঃসঙ্গ বিরহে তাকিয়েছ আকাশে,
যন্ত্রণার প্রতিটি বিষাক্ত বায়ু মিশেছে বাতাসে।
কত বৃহৎ সুযোগ এসেছিল তোমার নিকটে,
ক্ষুদ্র অনুমানে অবহেলায় ছেরেছ বিকটে।
অতীত স্মৃতি অনুভবে ক্লান্ত,
সঠিক বুদ্ধি উদয়ে ভেবেছ সবই ভ্রান্ত।
কত স্বপ্ন গেঁথেছ এই মনে,
হৃদয়ের বাণী নাহি কেহ শুনে।
গোপনে রেখেছ গোপন কথা,
গোপনে গোপনে সহ্য করছ গোপন ব্যথা।
আগে ক্ষীণ বস্তুর তাচ্ছিল্য কর,
পরে ক্ষদ্র থেকে বৃহৎ বুঝে যন্ত্রণায় মর।
এসব ভেবে প্রাণায়ণের প্রতি ঘৃণা ছুরো,
কখনো বা ঘৃণার প্রতি বিরক্ত হয়ে, বল হুরো...
অতীত থেকে শিক্ষা নেয়ার পরে,
ছোট-বড় সুযোগের পার্থক্য নাহি করে-
অবহেলা, একঘেয়ামি থেকে সরে;
পোক্ত হস্তে ধর নিজেকে খুব জোরে।