এ
আমি।
তোমাকে,
খুঁজি দেহে;
কায়ার অন্তে।
অনুভবে পাই,
হঠাতেই হারাই।
শরীরের প্রতি যত্ন,
এ যেন মূল্যবান রত্ন।
দেহের ভেতর ইবলিস,
রিষ্ট-পিষ্ট পাপের মজলিস।
এ দেহ থেকে বাহির হতে চাই,
যদি তোমার ঐক্যের সান্নিধ্য পাই।
সে ইবলিস আমাকে আঁকড়ে ধরেছে,
দুনিয়ার মায়াজালে আকর্ষণ করেছে।
আমি কে? তার প্রশ্ন বার বার করে ক্লান্ত।
আমি ভাবছি, এ দেহই বুঝি “আমি”
এ দেহ যদি সত্যিই ”আমি” হতাম,
তাহলে কেন “আমিকে” খুঁজতাম?
দেহ তো আমার সাথেই আছে।
যে বিদ্যমান সে থাকবেই।
তাহলে এ দেহই বা কে?
এ দেহ তো দৃশ্যমান,
খুঁজি অদৃশ্যমান।
সে মূল কেন্দ্রের,
একটি বিন্দু;
আমিত্বকে।
আমিত্ব?
সে বা,
কে?
হাসান ইমতি ভাইয়ের অনুপ্রেরণায় লিখা আরোহী ও সমারোহী পঞ্চদশ কবিতা। জানিনা কেমন হয়েছে,তবে চেষ্টা করেছি ভালো করার,শব্দ চয়ন এবং অর্থময় এবং অক্ষর বিন্যাস............ আশা করি ভালো মন্দ জানাবেন। যেমন
লাইন অক্ষর বিন্যাস
১-এ -১
২-আমি। -২
৩-তোমাকে, -৩
৪-খুঁজি দেহে; -৪
৫-কায়ার অন্তে। -৫
৬-অনুভবে পাই, -৬
৭-হঠাতেই হারাই। -৭
৮-শরীরের প্রতি যত্ন, -৮
৯-এ যেন মূল্যবান রত্ন। -৯
১০-দেহের ভেতর ইবলিস, -১০
১১-রিষ্ট-পিষ্ট পাপের মজলিস। -১১
১২-এ দেহ থেকে বাহির হতে চাই, -১২
১৩-যদি তোমার ঐক্যের সান্নিধ্য পাই। -১৩
১৪-সে ইবলিস আমাকে আঁকড়ে ধরেছে, -১৪
১৫-দুনিয়ার মায়াজালে আকর্ষণ করেছে। -১৫
১৫-আমি কে? তার প্রশ্ন বার বার করে ক্লান্ত। -১৫
১৪-আমি ভাবছি, এ দেহই বুঝি “আমি” - ১৪
১৩-এ দেহ যদি সত্যিই ”আমি” হতাম, -১৩
১২-তাহলে কেন “আমিকে” খুঁজতাম? -১২
১১-দেহ তো আমার সাথেই আছে। -১১
১০-যে বিদ্যমান সে থাকবেই। -১০
৯-তাহলে এ দেহই বা কে? -৯
৮-এ দেহ তো দৃশ্যমান, -৮
৭-খুঁজি অদৃশ্যমান। -৭
৬-সে মূল কেন্দ্রের, -৬
৫-একটি বিন্দু; -৫
৪-আমিত্বকে। -৪
৩-আমিত্ব? -৩
২-সে বা, -২
১-কে? -১