ভালো লাগে আকাশের সাত রং এর খেলা,
যেন একে অপরে মিশে বসেছে ভালবাসার মেলা।
ভালো লাগে প্রচন্ড রৌদ্রের উত্তাপ,
সারা অঙ্গ জুড়ে শুরু হয় ঝালাপুড়ার চাপ।
ভালো লাগে রৌদ্রের ভেদে ঝিরিঝিরি বৃষ্টি,
মনে জেগেছে ভালোবাসার সৃষ্টি।
ভালো লাগে বৃষ্টিতে ভিঁজতে,
আবার বদ্ধ ঘরে মন চায় কবিতা লিখতে।
ভালো লাগে সবুজ ঘাঁসের উপর দিয়ে পা ফেলে চলতে,
কোন এক প্রান্তে দাঁড়িয়ে হৃদয়ের কথা বলতে।
ভালো লাগে প্রকৃতির দৃশ্যপট হৃদাঙ্গম করতে,
প্রকৃতির পৃষ্ঠার প্রতিটি অক্ষর নিখুঁতভাবে পড়তে।
ভালো লাগে শান্ত পুকুরের নির্জন প্রান্তের স্তপদ্ধতা,
সিন্ধুর ফেনিল দুর্জয় বেশে অতিক্রম করার যুদ্ধতা।
ভালো লাগে বর্ষার আগমনের বার্তা,
যেথায়-তেথায় গুছিয়ে রাখে কর্তা।
ভালো লাগে তোমায় নিয়ে নিরুদ্দেশ হ্ওয়ার কল্পনার যাত্রা,
চারদিকে তোলপাড় জানাজানি কানাকানির মাত্রা।
ভালো লাগে তোমার ভাবনায় লিখতে কবিতা,
হৃদয়ের এপাশ-ওপাশ শুরু হয় ছন্দছবিতা।
******************