একটি মেয়ে নির্জন পথের মাঠে,
খুব ক্লান্ত বেশে হাঁটে।
মনের অন্তরালে লুকানো দুখ,
খুঁজে বেড়ায় ফিরে পাবার সুখ।
চোখের নিচে কালি জমাট,
মনে হয় সবই বেদনার কপাট।
হৃদয়ের মাঝে বিস্তৃত কষ্টের ছাপ,
আজ্ও পারছেনা করতে মাফ।
সুদর্শন চুলের এলোমেলো বাহার,
আজ সবই ধূলিকণার আহার।
হৃদয় ক্লেশে নীরব বেদনা,
গোপনে গোপনে করে আরাদনা।
ভারসাম্যে ফিরে আসার আবেদন,
গগণের দিক অশ্রু বিসর্জনে করে নিবেদন।
প্রশ্নের গহিণে উত্তরের ক্রিয়া,
উত্তর পেয়ে সৃষ্টি হয় প্রতিক্রিয়া।
***************