থাকুক যোগ্যতা বেশ,
অবহেলায় তা হবে শেষ।
যতো হিম্মত থাকুক বুকে,
অযত্নে তা যাবে ঝুঁকে;
সাহস আর উদ্যামতাও যাবে শুঁকে।

আগে কৃতকর্মের জন্য পেতে বাহবা,
পরে বিনিষ্ট জীবনের ব্যাখ্যা পাবে হাবা।
অচেতন মনে কথাগুলি নাহি ভাবে,
সচেতন হৃদয়ে উপলব্ধিতে সবে।

সচেতন মন শত বাঁধা অতিক্রমে আগায়,
ঘুটানো মন সব ছেরে নিজ সত্ত্বাকে বাগায়।
দিন দিন নিজের প্রতি বিরক্ত জাগায়,
স্বীয় প্রাণায়ণকে ধ্বংস লিপ্তে রাগায়।

হতাশার বেড়াজালে থাকলে,
সু-চিন্তাহীন জীবন রাখলে;
নিজ সত্ত্বকেও মারলে।

আবার সবকিছু ফিরে পাবে,
অভ্যাসটা পরিবর্তনের দায়িত্ব-
স্ব-হস্তে নিবে;
যেবার সচেতনভাবে নিজেই নিজেকে শাসন করবে।


***************