আমার বেকার জীবনের কাহিনী,
এ যেন শয়তানের বাহিনী।
এমনটি জীবনে চাইনি,
তারপরও চেষ্টা হারাইনি।
আমার অলস্য তরীর মাঝি,
সকালে-বিকালে ঘুমের ঘরে সাজি।
যেখানে-সেখানে হেঁজিপেঁজি কাজে রাজি,
সুখে-দুখে নিজেকে মানিয়ে গাজি।
দেখি স্বপ্নের মাঝে কামাই বড় বড় টাকার নোট,
শিখে বাস্তবে মিলাই পর পর আকার জুট।
ছিলাম বাবা-মার আদরের সন্তান,
হলাম বেকার জীবনের অনাদর পস্তান;
মনে হয় সৃজনশীলতা ভুলে হবো নামি-দামি মাস্তান।
ভাই-বোন আর আত্মীয়দের ভাবনা,
তাকে দিয়ে সংসারে আর লাভ নাই।
যাত্রাপথে প্রতিবেশীদের আশাবাদী মঙ্গল,
আমাকে দেখলে হয় তাদের অমঙ্গল।
ছিলাম বন্ধুদের নয়নের মণি,
হলাম মন নষ্টের শনি।
বন্ধু থাকতেও লাগে খুব একা,
সবাই বলে মোরে ভনিতার ন্যাঁকা।
হতাশায় ভারাক্রান্ত মন আজ,
নিজের প্রতি লাগে বড্ড বেশি লাজ।
আছে হাজারো প্রশ্নের যুক্তি,
চাই না উত্তর শুধু চাই মুক্তি।
**************