জীবনে যা হয়েছে নষ্ট,
তা হয়েছে আজ কষ্ট।
যে সময় হারিয়েছে,
সে সুযোগ্ও পেরিয়েছে।
যে স্বপ্ন হারিয়েছে,
তা কল্পনা্ও ঘুটিয়েছে;
কষ্টের ছায়া আরো ছরিয়েছে।
যে বিশ্বাস ছিল বুকে,
সে আশ্বাস্ও গেল শুঁকে।
যা ছিল জীবনের আশা,
তা হল আজ দুরাশা;
নেই বলার কোন ভাষা।
যা ছিল বেঁচে থাকার আলো,
তা্ও বন্ধ হয়ে হল কালো;
কষ্ট আরো বেড়ে গেলো।
যা ছিল জীবনের অলংকার,
তা্ও হল আজ অন্ধকার;
সবই কষ্টের বিস্তৃত ঝংকার।
***********