আমি ভাবি আমার সফলতাকে,
মুছে দিয়ে সকল বিফলতকে;
সম্মুখে হাঁটার প্রচেষ্টা।
জীবন খাতায় রয়েছে হাজারো ভুল,
সংশোদন করে ফুটাতে চাই ফূল।
যতই পেছনের ত্রুটি করতে চাই হ্রাস,
ততোই বেশি বাঁধা আমাকে করে গ্রাস।
কন্টকযুক্ত সিদ্ধি পথে আগাই,
আর আমার পশুত্বকে রাগাই;
তাই আমার বিবেককে ততো বেশি ভাবাই।
এতো নিয়মের স্বভাব,
নয় যোগ্যতার অভাব;
এটাই উপযুক্ত জবাব।