মন ভাবে সারাক্ষণ, সারাবেলা।
কখনো পর্বত শৃঙ্গ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে,
সম্মুখে হাঁটার প্রচেষ্টা।
কখনো বা খুব নীরব,
দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রচেষ্টা।
কখনো বিবেকবান হয়ে,
সৌমান্য বিসর্জনের প্রচেষ্টা।
কখনো বা এক গভীর আবেগে আপ্লুত হয়ে,
সূক্ষ্ম, নির্জনে বসবাসের প্রচেষ্টা।
কখনো প্রাণায়ণের বাঁধা ধুলিষ্যাৎ করে,
দুর্বার গতিতে এগনোর প্রচেষ্টা।
কখনো বা প্রাণায়ণের প্রতি,
শত-সহস্র ঘৃণার প্রচেষ্টা।
**********