আজ গগণে মেঘ জমেছে,
মেঘের আড়ালে আধাঁরে ঢেঁকেছে।
ধূসর অন্ধকারের ছায়ায়,
সকল লাল,নীল কষ্টকে,
আকঁড়ে ধরেছে মায়ায়।
আধাঁরের মাঝে খুঁজি আলো,
বিকর্ষনে তা হয় গাঢ় কালো।
আমি অন্ধকারে অন্ধকারকেই দেখি,
এতো বাস্তবিক সত্যের চিরন্তন বাণী শিখি।
সম্মুখে আর পশ্চাতে যাই,
সকল দৈন্যের স্মৃতিচারন পাই।
এ যেন তমাচ্ছন্যের গূহা,
কখন যেন তা পুহায়;
তার অপেক্ষায় আজও বহা।