তুমি সুদর্শন, লাবণ্যময়ী,
তুমি বহনে অনাদৃষ্টির স্নেহময়ী।
তুমি সিক্ত শিশিরের জলরাশির স্পর্শ,
তুমি কুয়াশা আচ্ছন্ন লুকুচুরির অস্পর্শ।
তুমি অদৃশ্যের ভেতর-বাহির সার্বজনীন মায়া,
তুমি দৃশ্য জালের বন্ধনে এক কাল্পনিক ছায়া।
তুমি হারানো সুখের আফসোসের শান্তণা,
তুমি হারানো বেদনার ভুলানোর বন্দনা।
তুমি প্রীতি-নিবৃত্তির অপূর্ব স্বস্থি,
তুমি দৈন্য-ধ্বংসের পূর্ণাঙ্গ অস্বস্থি।
তুমি নীরব, জাগ্রত মনের ধাবমান,
তুমি তীব্র জয়ের উৎসাহের দীপ্তিমান।
তুমি রুক্ষ, সূক্ষ্ম প্রাণের জয়গান,
তুমি নীরাশার বুকের সৃষ্টিশীল প্রাণ।