অতীতের কিছু স্মৃতি কথা,
আজ্ও রয়েছে হৃদয়ে গাথা।
হাঁসি আর গানের মাঝে দিন কাটাতাম,
দুঃখ আর যন্ত্রণাকে নাহি বুঝতাম।
উচ্ছ্বাস আর উদ্যামতা নিয়ে পথ চলতাম,
সুখ আর শান্তির বাণী বলতাম।
কৌতূহল মানুষকে কৌতুক বলে হাঁসাতাম,
হৃদয় স্বাচ্ছন্দের আনন্দে ভাসতাম;
কখনো, কখনো রসময় গান গেয়ে নাচাতাম।
এ যেন ছিল সকলকে কাছে টানার আন্তরিক লক্ষ্য,
তাই বেশির ভাগ লোক ধরত আমার পক্ষ;
কিছু কিছু লোক অনাচ্ছাকৃত অভিমানী হয়ে ধরত বিপক্ষ।
আনন্দের হাঁসি নিয়ে বাহির হতাম,
আর সকলের দোয়া পেতাম;
শ্রদ্ধাপূর্ণ স্নিগদ্ধতায় তার মান রাখতাম।
সহজ-সরল পথে চলতাম।