তুমি ক্ষমা কর আমাকে,
কারণ আমি ভালবাসি তোমাকে।
আল্লাহ ক্ষমা করেছিল মহান আদমের ভুলখানি,
তোমার সমিপে পাবে না ক্ষমা আমার ক্ষুদ্র ভুলখানি?
আমি ভাবি শুধু তোমায়,
তোমার মনের সমিপে সুনিপণ ভাবে বেঁধেছ আমায়।
আমার রাজ্যের রাণি তুমি,
আর তোমার রাজ্যের প্রজা আমি।
আমি প্রজা হয়ে তোমার সাথে থাকতে চাই,
যেন তোমার মনের গহীনে নিজেকে ফিরে পাই।
আমি আধাঁর-আলো,জলে-স্থলে যেখানে তাকাই,
শুধুই তোমার মায়াময়ী মুখটি দেখতে পাই।
চাঁদ যেমন মূল্যহীণ সূর্য্যকে ছারা,
আমার মূল্য ধ্বংশের মুখে তোমাকে ছারা।
তাঁরার সৌন্দর্য্য ঘটে চাঁদকে গিরে,
আমার সকল সৃজনশীলতা তোমার নীড়ে।