সোহেলী তোমার এত অভিমান,
হৃদয়ের কপাট চুর্ণকরে, অলিন্দদয় বিদীর্ন করে,
বিভাজনের সুখ আস্বাদনে, যাতা পিষ্ট আমি ক্ষণে ক্ষণে
দিয়ে কষ্ট আমায় তুমি, পেয়েছো কি আনন্দ?
সোহেলী তোমার, কি এত অভিমান,
স্বর্গতুল্য সংসার তুমি, করলে ভেঙে খান খান,
অধম আমি ছোটলোক, এটাই তো তোমার অনুযোগ
শতগালি প্রাপ্য মানি, কেন করলে প্রস্থান?
প্রতিত্তুরে সোহেলী কয়,
ব্যাটা তুই নরাধম, কথাই লম্বা, আয় কম।
স্বপ্নে দেখি অট্টলিকা, থাকি ভাড়া বাসায়,
দু টাকার কেরানির ঘরে, থাকবো কিসের আশায়।
তাইলে নথ, নাকফুল পাই, সপ্তাহে শপিং চেয়ে, মাসেতে যাই।
শত ইচ্ছা অভিলাষ, সংসার এসে তোমার খাইছি বাশ।
সংসারের ঘানি ,নিয়েছি টানি, আর নয় বাবা, তাই এ সিদ্ধান্ত,
সোহেলী আপনারে বুঝিলে শুধু, ভুল বুঝে আমায়,
বুঝিলে না দু আনা পুরুষ কিভাবে কামায়?
সয়ে গঞ্জনা শত শত, ছুটে চলেছে সে অবিরত,
ভামিনির ইচ্ছা পূরণেই পুরুষ-- কিন্তু সমাজ অন্তরায়।
সামলাতে অফিস আর সংসার, দংশিত পুরুষ বারে বার,
মরার আগে পুরুষ বেচারা মরে লক্ষবার,
গালি আমি প্রাপ্য মানি, তুমি ফিরে আসো আর একটিবার।