বসে আছি,তব পথ পানে চেয়ে
জানি তুমি আসবে না।
পুঞ্জীভুত অব্যক্ত ভাব,করে বিদ্রোহ
জেনে,তুমি আর ভালবাসবে না।

ললনা,এমন তো হওয়ার কথা ছিলনা,
কি দেয়নি তোমায়,ভালবাসা অর্থকড়ি
বিত্তবৈভব গাড়িবাড়ি,তবে কেন ছলনা?
পিতামাতা জগৎ ভুলে,আশা নিরাশা হতাশায় দুলে
বন্ধু বান্ধব দ্যুলোক ছাড়ি,বক্ষে তোমায় ধারনে হে নারী,
অন্ধবিশ্বাসে করিয়াছি মোর সবটুকুই দান।।
শালা তোর কপালে দুংখই জুটবে,জুটবে অপমান।