করি প্রাইভেট জব,
না পারলেও পারতে হয়,করতে হয় সব।

চাকুরী সে তো দিনে দশবার যায়,
নর্তকী রুপে নাচি বসের কথায়,
নমঃ নমঃ সে কীর্তনে কিবা আসে যায়
শুনে অনাগত, ভুমিস্ঠ হতে চায়।
সময়ের অভাব,এভারেস্টতুল্য চাপ,নইলে বসের ঠাপ।

মেলাও রেওয়ামিল মাপো আল্পসের শৃঙ্ঘ,
হকিং,ব্যাবেজ, ভিন্চি হও
নইলে পদটা ছেড়ে দাও
অপদার্থ ব্যাটা তুই জঘন্য।

বাসার ডিউটিটা কিন্তু
অফিসের পরে,
কিসের আবার শুক্র-শনি,বন্ধের ভিতরে,
ঠিক ঠিক তা পালন চাই
নইলে তোমার বেতন নাই,
৩৬ তারিখেও নাই,
চাইতে চাইতে মাঝেমাঝে বেহুস হওয়া হওয়ার লাই।


ত্রুটি পাইলে ছুটি নাই
পাচটার পরে ওটি নাই
বছরে দু আনা বাড়ে
ছাড়ছি ছাড়ব কিন্তু পারি না বাহে,
কোন মানষে যে, করে এ মাঙ্গের জব,
না করে না, তবুও করতে হয়
পারতে হয় সব।

কি বৈচিত্র্য কি অদ্ভুত সে বাপুরে,
আমার ট্যাক্সের টাকায় চলে সরকারী ঐ নকরে,
এক লাইলির পোষার খরচেতে চালায় আমাদের পাচ টিয়া,
এই দেশটা এখন লাইলিদের বাপের
এখন মালিকরাই ভাড়াটিয়া।