ঘটক সাব! গাড়ি বাড়ি অর্থ কড়ি
আছে পোলার ভুরি ভুরি।
বুনিয়াদি ঘরের বাধ্যপোলা, অন্ধের একমাত্র ষষ্ঠী।
বিরোধীদল কিনা, তাই মানসে রটায়, করে ফস্টিনস্টি।
ঘটকে সুধায়, তিলকে তাল হয়, নিলাম না হয় তা মানি।
কিন্তু পোলা একটু পেঁয়াজ খায়,ঘটনা কি? বলবেন কি ,করে মেহেরবানী?
পোলা একটু পিঁয়াজ খায়, যখন গোটা দুই পাঠা আস্ত গেলে,
ভাং, বাবা,চরসে মনের হরষে,
পড়ে ভাগারে ঝিমায়, চৈতন্য ফিরাতে একটু পেঁয়াজ খায়।
একটু পেঁয়াজ খায়, গরমে আর একটু খায় শরমে,
দিবারাত্রি নটি নর্তকীর ডেরায়, পাক্কা খরিদ্দার সে ,কেবা আর ফেরায়,
বাপ-দাদা চৌদ্দগুষ্টির ষষ্ঠী পূজা সারি,
তবেই সে ফিরবে বাড়ি, কে আর তাকে সামলায়।
একরত্তি পোলা ভাই, পিয়াজ বিনা ত্রুটি নাই,
পেঁয়াজ খাওয়া তার চাই-ই চাই।
সম্বন্ধটা বোধহয় হবে না, এটাই বুঝতাছি,
কি যে বলেন ভাই, এমন হিরের পোলাডাই চাই?
‘মেয়ে আমগো বেগুনখোর’ এই মালটাকেই খুজতাছি।