অঙ্গীকার
                                           মীর মাহাতাব

আমারও পরিবার আছে
            আছে বাঁচার অধিকার।
হাযেনারা ঘাড়ে নিংশ্বাস ছাড়ে
           আপনার লোক পিছে কলকাঠি নাড়ে
          শুনি প্রাণনাশের হুংকার
রক্তে ভেজা তপ্তভূমি, লাখো শহীদের পদধুলি চুমি
নতুন গড়ার প্রত্যয়ে যে করিয়াছি অঙ্গীকার,
আপনার প্রান থাক আর যাক আগে সংস্কার।

পোক্ত করতে গদি বিকিয়ে ট্রানজিট পোর্ট ভূমি আর নদী।
           পদকর্মে স্থানছিল তার চাটুকার আর ভিনদেশী।
আমদানিতে কেবল পিয়াজ রোহিঙ্গা মাদক
                             এই নাকি ছিল ঢেড় বেশি।

মক্ষ্মী রানীর পঙ্গপাল ,করেছে নিংস্ব  টাকশাল
উদাম করে নিজ ভান্ডার ভরিয়েছে পরের গোলা
দেশের বাঙালি করলি কাঙ্গালি
যায় কি সহজে ভোলা?

কুটনা দেবীর কুটকুটানি দাদাবাবুদের চোখ রাঙ্গানি
চাটুকারদের চামচামি, আর আমলাদের ষড়যন্ত্র
ধুকতে হবে ,রুখতে হবে,শ্বাস নিতে তো দাও,করছি যবে
এক হলে সবে, পারব তবে-- এটাই মূল মন্ত্র।

হে আটি শাস, ফেলে গেছে আশ।
মিটায়ে  পিয়াস দিয়ে গেছে বাশ।
বলছি বধ্যভূমিতে দাঁড়িয়ে
ছাড় হবে না একটা শকুনের
শুধু দাওনা দু হাত বাড়িয়ে।