কবিতা তুই কনটেন্ট হয়ে যা,
যেটাই ভিউ পাবি তুই রাশি রাশি।
হোক না তা ফেক,গুজব বা বাসি,
করলে নিউজ নটির সর্দি বা কাশির।
গ্রাহকের খুশিতেই আনন্দ।
কবিতা তুই কনটেন্ট হয়ে যা,
কিড্স সুকান্তেরা যেথায় মরে যক্ষ্মায়,
মাইকেল নজরুলে কেউ আসেনি রক্ষায়,
কবর হয়েছে কবির, এটাই ভবিতব্য
চেতনাধারীসব হয়েছে কবি, তারাই এখন সভ্য।
কবিতা তুই কনটেন্ট হয়ে যা,
ভাব –রূপ- ছন্দ তোদের মারব পিসে,
বৈচিত্র -গুন তোদের লাগে কিসে।
অন্ত মিল, সে তো পাপের শামিল,
গুরুচণ্ডালীতেই আনন্দ।
কবিতা তুই কনটেন্ট হয়ে যা,
আগে রাগে প্রেমে অনুরাগে,ছিলে মিশে আবেগে,
ছিল তোমার তাল লয় সুর ছন্দ,
বর্তমানে তুই নটির প্রলাপ,
খুব করে চাই তোর বন্ধ।