মধ্যরাত
বকুল গাছের তলে দাঁড়িয়ে।
মৌ মৌ ঘ্রাণ।
দুজনের যৌবন তখনো নীরব;
জলোচ্ছ্বাসপূর্ব সমুদ্র জলরাশির মতো শান্ত।
তুমি মৃদু হাসিতে
আর আমি প্রেমের জলবায়ু গবেষণায়-
দৃষ্টির সম্মোহন না নীরব সম্ভাষণ?
দীর্ঘ চুম্বন না সুখস্বর্গ আস্বাদন?
পূর্ণপূর্ণিমা চাঁদ
হেসে হেসে তোমার আগমন-
মুখোমুখি দুজন। তোমার ওষ্ঠে মহাকাল জাগরণ।
তখনো তুমি নীরবে মৃদু হাসিতে
শুধু নিঃশ্বাসের উপরিপাতন।
তোমার নিখুঁত বক্ষ সৌন্দর্যে আমার দৃষ্টির আনাগোনা
যেন উঠোনের কুমড়োলতার আড়ালে
দুই নতুন ডাগর শস্য সুযত্নে জেগে উঠেছে।
তুমি কাঁধে দুই রাখলে হাত-
তখন মধ্যরাত;
বিলের ধার, বকুলপাড়
উন্মুখ তোমার বুক, উন্মুখ আকাশ তল।
দৃষ্টি সম্মোহনে, নীরব সম্ভাষণে
দীর্ঘ চুম্বনে, সুখস্বর্গ আস্বাদনে
তখন তোমার ভীষণ কোলাহল।
২৩ মে, ২০২১
(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)