বাঁকা চাঁদের আলো খেলায় কেটেছিল রাত
কস্তুরি সুবাসিত বাতাস হেনেছিল আঘাত
তোমার জানালায়,
ঘর উজালায়
হেসেছিলে হাসি;
আমি বানভাসি-
নায়ের মাঝি
পাগলসাজি
ডুবেছিলাম তোমার প্রেমপুকুরে;
আমি তোমার হতে
অকূল স্রোতে
ভেসে এসেছিলাম পূর্বজন্ম থেকে
তুমি চিনতে পেরেছিলে কি পারোনি?
জানি না; তুমি স্নিগ্ধ হাসি ছাড়োনি
তুমি ঘর উজালায় হেসেছিলে হাসি;
আমি নায়ের মাঝি
পাগলসাজি
ডুবেছিলাম তোমার প্রেমপুকুরে
দীপান্বিতা আমি তোমার হতে
তোমা হতে
ছিলাম দু'কদম দূরে।