প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ঝুলছে মৃত্যু
তবু মোরা ঝুলে আছি দুনিয়া ধরে,
ছিলাম কোথাও, আবার থাকব কোথাও
এখন তো আছি শুধু অস্থায়ী ঘরে।