দেখো, বিলটা ভরে গেছে জলে, কানায় কানায়,
বলো, তোমার আমার বসে থাকা কি মানায়?
চলো সঙ্গ দেই তারে, ভাসিয়ে গাত্র ভরাজলে,
সঙ্গ নেবো তো আমি তোমার, দুষ্টু খেলার ছলে।
আচ্ছা, সাঁতার জানোনা! আমি শেখাবো, শিখবে?
সঙ্গে রবে, কলার ভেলা সেও শেখানো দেখবে।
চলো নেমেই পড়ো, হাতটা ধরো, লজ্জ্বা হারাও দূরে,
আজ ইচ্ছেগুলো মাতিয়ে উঠুক, সারাটা বিল জুড়ে।
শতো নেশা, মিশিয়ে দিয়ে সম্মোহনের দেশে,
জল ছিটানোর নিছক খেলায়, উঠবো মেতে শেষে।
তোমার ভগ্ন কায়া মগ্ন রবে, নগ্ন উদাস কল্পে,
তুমি আমি হারিয়ে যাবো, জলতরঙ্গের গল্পে।
৩ মে, ২০১৯
(কাব্যগ্রন্থ- কাব্যলহরী)