অসীম থেকে বেঁচে আছি
বেঁচে থাকি অপরের অসুখে
সুখে সুখে যাই বিসর্জন
যদি পীড়িতের হাসি ফোটে মুখে।
পাতা ডাল ছাল বাকলে
নিরাময় আমার দরজায়;
আজ কৃত্রিমতা আমাতে চোখ গরজায়।
আমি পূর্বাহ্ণে দাঁতন,
মধ্যাহ্নে সুশীতল ছায়া
অপরাহ্ণে গবাদির খাদ্য
অষ্টপ্রহরে আমি ভেষজ।
আমি প্রাকৃতিক রোগ প্রহরী,
আজ প্রকৃতিতে আমার জায়গা বড় কম
কমেছে আনাচে কানাচে আমার আর্বিভাব
আমি নিম বৃক্ষ।
আমি নিম বৃক্ষ
জানো না কি!
তোমাদের বাঁচাতেই আমার বাঁচা কতটুকু প্রয়োজন?
আমি নিম বৃক্ষ।
১৪ জানুয়ারি, ২০২১
(কাব্যগ্রন্থ-সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)