একটি সহজ কাজ
দৌড়ের চক্রে যেন ম্যারাথন দূরত্ব
এ দূরত্বে থাকে
     কিছু বিরামস্থান
     কিছু স্টেশন
যেখানে নিজে চা বিস্কুট মিষ্টি খাওয়া হয় না,
খাওয়াতে হয়; গন্তব্যে পৌঁছানোর জন্য।
এক স্টেশন হতে আরেক স্টেশনের দূরত্ব
     খানিকটা বেশি
বড় বড় স্টেশনগুলোর বড় বড় ব্যাপার;
চা বিস্কুটে মনপুত নয়,
     দই সন্দেশের আবদার থাকে।

একটি সহজ কাজের সমাধা করতে হবে বলে-
     ভেবেই বাসুদেবের ঘাম ছুটে যায়।
তার দৌড়ানোর ক্ষমতা নেই
অর্থবল, মামাবল নিন্তান্তই নিম্ন পর্যায়ের;
তাই সে স্টেশনগুলোতে চক্কর কাটতে থাকে
তার ম্যারাথন দৌড়ে পুরস্কার পাওয়া হয় না
তার সামনে দিয়ে অনেকেই হেঁটে হেঁটে
     বিজয়ী হয়ে চলে যায়
তারা কেউ দৌড়ে ভারী পাকা নয়তো
মায়ায় সাহায্য করে মামার জাদুকরী হাত।