তার উচ্চাওয়াজ শুনি না
তার তর্ক শুনি না
লোকে তারে পাগল বলে।
সে রাস্তায় ঘুমায়
গাছের গোড়ায় ঘুমায়
দোকানের বারান্দায় ঘুমায়;
সে কোনো অভিযোগ করে না
লোকে তারে পাগল বলে।
তার আকাঙ্ক্ষা দেখি না
তার মাঝে শংকা দেখি না;
খাবার খেলে খায়, না পেলে নাই
তার মাঝে কোনো চিন্তা দেখি না;
সে চায় না
নেই আবদার নেই বায়না
আহারিত মানুষ পানে চেয়ে থাকে সে
আর হাসি দেয়
সে খাবারের মিনতি করে না;
লোকে তারে পাগল বলে।
লুঙ্গি বিনা জামা নেই
গ্রীষ্ম শীতে ঘুমে থামা নেই
পাওয়ার কাতরতা নেই;
সে হাসে, সে শুধু হাসে
মানুষ তার মতো সুখের হাসি হাসতে পারে না,
তাই বুঝি লোকে তারে পাগল বলে।
ক্লান্তি তারে ধরে না, শ্রান্তি আসে না
অবসাদ নামে না, বিষাদ ধরে না।
জরা তার মাঝে জোরাজোরি করে না।
তার মাঝে বিভ্রান্তি নেই
কোনোকিছু হারানোর ভয় নেই
সে পাওয়া না পাওয়ার হিসেব করে না।
তুমি তার দিকে চেয়ে দেখো
সে হাসি বিনা কিচ্ছু জানে না,
লোকে তারে পাগল বলে।
তার সময় অসময় নেই
ভূত-ভবিষ্যত নেই
হাসি তার বর্তমান;
সে মমতাজ উদ্দীন আহমেদের "সুখী মানুষ"
লোকে তারে পাগল বলে
আমি তার লাল হাসির জন্য বলি "লাল মিয়া"।
২০ নভেম্বর, ২০২০