সেই কোটিবর্ষে দেবকোটে এঁকেছিলে ফুল
তুলিতে তুলিতে জীবন এসেছিল ধরাধামে,
বুঝিনি কখন কিভাবে কোথায়
সঁপেছিলাম মন দুজন দুজনার নামে!
            সেদিন সভ্যতা বাজিয়েছিল দফ
            কাশবনে জেগেছিল সুর
      আর আকাশে নেমেছিল ছায়া রৌদ্দুর;
            সে যেন এক ভীষণ প্রেমনামা।

গোসলের ঘাটে দেখেছিলাম
তোমার ভেজা শরীরে যৌবনের তোলপাড়
            নির্লিপ্ততার গাঢ় বাধভাঙা উচ্ছ্বাস
নিতিনের বাট থেকে
            তোমার চুল শুকানোর সমগ্র প্রহর।
বিস্তৃত মাঠের কোলাহল ঘেঁষে বুনেছিলে
            কিছু আনমনা পায়াচারি
        যেখানে আজো তোমার পরশ লেগে আছে।
তোমার আঙুল স্পর্শে এসেছিলো প্রেমবর্ষা
আমার খোয়াব হারিয়েছিলো মেঘেদের দেশে।

সেই থেকে এখনো সেই ফুল
                  ভালোবাসা হয়ে জন্মে
তুলিতে প্রেমমালা গল্প লিখে যায়,
তুমি এসেছো ফিরে কোটিবর্ষ পরে
                  আবার মিলেছো আমাতেই;
রোজা, এ প্রেমের শুধু ইতিহাস আছে
                  কোনো শিরোনাম নেই।


৪ মার্চ, ২০১৭

(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)