চাঁদবুড়ি হয় ছুড়ি কত, কতবার যায় মরে
একা সে থাকে সেথা, বিশাল আকাশ ঘরে
দেখতে বুড়ি মায়া কত
জোছনা ছড়ায় শতশত
বুড়ি বলি তবু কারো 'পর হিংসা নাহি করে।


(কাব্যগ্রন্থ- এখানে নক্ষত্রের জন্ম)